ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে রাজনীতির আঁচ তো বরাবরই থাকে। তবে এবারের এশিয়া কাপের মতো উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়নি কখনোই। এমনকি টুর্নামেন্ট শেষেও দেখা গেল দুই দেশের রাজনীতিবিদদের কথার লড়াই। খেলার মাঠেও যুদ্ধ জয়ের জন্য চ্যাম্পিয়ন ভারতীয় দলকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে পাকিস্তানের কাছে ভারতের ‘লজ্জাজনক পরাজয়ের’ কথা বললেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। দুবাইয়ে এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এই আসরে দুই দলের আগের দুই ম্যাচে ভারত জিতেছিল অনায়াসেই। যদিও মাঠের ক্রিকেট ছাপিয়ে টুর্নামেন্টজুড়ে আলোচনায় ছিল হাত না মেলানো নিয়ে নানা বিতর্ক। ফাইনালে শেষে পুরস্কার বিতরণীয় আয়োজনকে ঘিরে তা পৌঁছে যায় বিস্ফোরণের পর্যায়ে। সেই স্রোতে শামিল হন দুই দেশের শীর্ষ রাজনীতিবিদরাও। ভারতের জয়ের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে মোদী লেখেন, “খেলার মাঠে অপারেশন...