ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট, বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর), ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগের দিন ট্রাম্প বলেন, “সবাই একসাথে বিশেষ কিছুর জন্য প্রস্তুত।”নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে তিনি লেখেন, “আমাদের কাছে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের বাস্তব সুযোগ রয়েছে। সবাই প্রথমবারের মতো বিশেষ কিছু করতে একমত। আমরা এটি সফলভাবে সম্পন্ন করব!”এর আগে, শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হয় গাজার বিষয়ে একটি সমঝোতা হয়েছে।”এদিকে একই দিন জাতিসংঘে দেয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা রুখে দেয়ার অঙ্গীকার করেন। এর কয়েক দিন আগেই ব্রিটেন, ফ্রান্সসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।সোমবার নেতানিয়াহুর হোয়াইট হাউসে...