কীটনাশক জনস্বাস্থ্য ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি আর্থিকভাবেও কৃষক, শ্রমিক, দলিত-বঞ্চিত ও মজদুরদের নিঃস্ব করে তুলছে। কীটনাশকের ব্যবহারজনিত কারণে নানা রোগ দেখা দিচ্ছে, এমনকি মৃত্যুও ঘটছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর দেশের বিভিন্ন পত্রিকার শিরোনাম ছিলÑ “ডোমারে কীটনাশক স্প্রে করার সময় কৃষকের মৃত্যু।” জানা যায়, কৃষক কারিমুল ইসলাম (৫২), পিতা মৃত মোকিম উদ্দিন, নিজ আবাদি জমিতে ধানে কীটনাশক স্প্রে করার সময় অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। একইভাবে নাটোরের লালপুরে জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে রাজন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। এমনকি অবুঝ শিশুরাও এ মৃত্যুঝুঁকির শিকার হচ্ছে। ২০২৫ সালের ৯ মার্চ এক পত্রিকায় প্রকাশিত খবর ছিলÑ “বিষ মাখা কলা খেয়ে হাসপাতালে দুই শিশু।” জানা যায়, শিবগঞ্জে...