ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ (সোমবার) ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান একথা জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তি ইসরাইলের গুরুত্বপূর্ণ গুপ্তচরদের একজন ছিলেন। খবর মিডল ইস্ট আইয়ের। সংবাদমাধ্যম মিজানের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায়, সোমবার বাহমান চৌবি-আসল নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সাথে বৈঠকের অভিযোগ আনা হয়। বাহমান ইরানের সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্প এবং ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির বিষয়ে মোসাদকে তথ্য সরবরাহ করতেন। প্রতিবেদনে বলা হয়, ‘মোসাদের মূল লক্ষ্য ছিল ইরানের সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেস সংগ্রহ করা এবং ইরানের ডেটা সেন্টারে ঢোকা। পাশাপাশি তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির রুট তদন্তসহ অন্যান্য গৌণ লক্ষ্যগুলোও অনুসরণ...