‘হ্যারি পটার’ খ্যাত ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমা ওয়াটসন গত সাত বছর ধরে সিনেমা থেকে দূরে আছেন। তার শেষ চলচ্চিত্র ছিল ২০১৯ সালের গ্রেটা গারউইগ পরিচালিত চলচ্চিত্র ‘লিটল উইমেন’। এই সাত বছরে জীবনের সবচেয়ে সুখী ও ভালো সময় পার করছিলেন বলে জানান এমা। জনসমক্ষে একটা পরিচিত মুখ হয়ে থাকা অনেক ভারী বোঝার মতো মনে হয় তার কাছে। এ কারণেই দ্রুত হলিউডে ফিরে যাওয়ার জন্য তাড়া অনুভব করছেন না তিনি। এমা ওয়াটসন বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো ছবির প্রচারণা বা বিক্রি করা। সত্যি বলতে, আমি প্রচারণা বা জিনিস বিক্রির মতো কাজ একেবারেই মিস করি না। সেটা আমার কাছে আত্মাকে ক্ষয় করার মতো মনে হয়। কিন্তু আমি আমার দক্ষতাকে কাজে লাগানো আর শিল্পের কাজটাকে ভীষণভাবে মিস করি। কারণ সেটা আমি উপভোগ করতাম।’ ওয়াটসন আরও...