পার্বতীপুর উপজেলায় প্রবেশ করলেই দেখা যাবে অপরূপ এক সবুজের সমারোহ। পাঁচতলা ভবন ও উপজেলা পরিষদ চত্বরে গেলে দেখা মেলে সবুজ আর সবুজ। শুধু উপজেলা চত্বর নয়, উপজেলা পরিষদ পাঁচতলা ভবনের বিভিন্ন অফিসের সামনের স্থান জুড়ে রয়েছে নানান প্রজাতির গাছ। অপরূপ প্রাকৃতিক এই সৌন্দর্য উপজেলায় আগতদের বিমোহিত করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত উপজেলা চত্বরে আসা ব্যক্তিরা আড্ডায় মেতে উঠেন। উপজেলা চত্বর এর সামনে ফুল ও লাইটিং দিয়ে জমকালো করে তোলা হয়েছে। সৌন্দর্য বর্ধনে আছে বিভিন্ন প্রজাতির ফুলসহ অন্যান্য সরব গাছের সমারোহ। নিরাপত্তার জন্যে উপজেলা পরিষদ পুকুরের পাড় এস.এস স্টিল বেড়া, রয়েছে পুকুরের পাড় ঘিরে বসার স্থান। উপজেলায় কাজে আসা অনেকেই জিরিয়ে নেন এখানে বসে। ক্লান্তিতেও উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। ভেতরের চারপাশে সবুজ সমারোহ আর প্রকৃতি যেন তার সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে...