২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম মুখে অতিরিক্ত ঘাম: কারণ ও সমাধান, শরীরের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ঘাম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে কারও ঘাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হলে সেটিকে চিকিৎসাবিজ্ঞানে হাইপারহাইড্রোসিস বলা হয়। এ সমস্যা শরীরের বিভিন্ন অংশে হতে পারে—যেমন হাতের তালু, পায়ের তলা, বগল কিংবা মুখমণ্ডলে। হাইপারহাইড্রোসিস: কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ঘাম হওয়া। গ্রন্থির অতিরিক্ত কার্যকলাপ: মুখে একক্রিন গ্রন্থি বেশি সক্রিয় হলে বেশি ঘাম হয়। আবেগজনিত কারণ: উদ্বেগ বা চাপের সময় বেশি ঘামতে পারে। ওষুধের প্রভাব: কিছু ওষুধ, যেমন ইনসুলিন বা নির্দিষ্ট স্নায়ুবিষয়ক ওষুধ, ঘাম বাড়াতে পারে। অন্যান্য কারণ: মেনোপজ, মাদকদ্রব্যের অপব্যবহার, অথবা আবহাওয়ার প্রভাব। অ্যান্টিপারস্পাইরেন্ট ব্যবহার: অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত পণ্য মুখের ঘাম কমাতে সহায়ক হতে পারে। বোটক্স ইনজেকশন: এটি ঘামগ্রন্থির স্নায়ু...