নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাদেক হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আলোকবালি বাজারে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি দল মোটরসাইকেলে এসে বাজার এলাকায় প্রবেশ করে। তারা বৃষ্টির মতো গুলি চালাতে থাকে। এ সময় সাদেক হোসেন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় র্যব ও পুলিশ সদস্যরা।আরো পড়ুন:ভাঙ্গায় আধিপত্য লড়াইয়ে নিহত বৃদ্ধ, আহত ২০বগুড়ায় পাল্লা দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ বন্ধু বগুড়ায় পাল্লা দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ বন্ধু এ বিষয়ে নিহতের ভাই মো. সবুজের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন...