ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু তানভীর (৯) মারা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনকে জরুরি বিভাগে আনা হলে সবাইকে ভর্তি করা হয়। তাদের মধ্যে তানভীরের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।এর আগে গত বুধবার একই ঘটনায় তানভীরের বাবা, যিনি ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিলেন, এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখনো ওই পরিবারের মা ও আরেক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- মো....