২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী সংক্রান্ত প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে সিআইডি ৪০ কোটি ৭১ লাখ টাকার মানিলন্ডারিং মামলা দায়ের করেছে। মামলা নং-৫৮।মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২)/৪(৪), গুলশান থানায় দায়ের করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি'র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, অভিযুক্তরা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ৩ হাজার ৭৮৭ জন কর্মী মালয়েশিয়ায় প্রেরণ করেছে। সরকারি ফি ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারিত থাকলেও অভিযুক্তরা প্রতি কর্মীর কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অতিরিক্ত আদায় করেছে। এছাড়া ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট খরচ, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ফি ও পোষাক সংক্রান্ত খরচের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার তথ্য...