ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির ৩০০’রও বেশি স্কুল এবং একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি সূচিত করেছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের এক গোষ্ঠী। রবিবার স্থানীয় সময় ভোর ৬টা ৮ মিনিটে ওই গোষ্ঠী একই সঙ্গে ৩০০টি স্কুলের ইমেইলে হুমকিপূর্ণ বার্তা পাঠায় বলে জানিয়েছে এনডিটিভি, যা দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়েছে। হুমকিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দ্বারকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ও।চিঠিতে নিজেকে ‘টেরোরাইজার্স ১১১’ শীর্ষ নেতা হিসেবে দাবি করা হয় এবং লেখা ছিল, “এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনামতো হয় না; আপনারা জানুন—স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি ২৪ ঘন্টার মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে রক্তের বন্যার জন্য প্রস্তুত থাকুন।” ঘটনার পরে নিরাপত্তা জোরদার ও তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।নিজের সম্পর্কে ওই হুমকিদাতা বলেন,...