ভারত-পাকিস্তান ম্যাচ হবে আর সেখানে নাটকীয় ঘটনা ঘটবে না, এটা যেন কল্পনা করাও কঠিন। এবারের এশিয়া কাপের ফাইনালেও এর ব্যতিক্রম হয়নি। দুই দলের মহারণ শেষে উচ্ছ্বাসের ধরন নকল করে পাকিস্তানি খেলোয়াড়দের খোঁচা দেন ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তানের ইনিংস চলাকালীন হারিস রউফকে পাল্টা জবাব দেন জাসপ্রিত বুমরাহ। হাসিমুখে ডান হাত দিয়ে ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ করেন বুমরাহ। তার উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, বিমান মাটি থেকে উড়েই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। সুপার ফোরে দর্শকদের উদ্দেশে ঠিক এভাবেই উদযাপন করেছিলেন রউফ। আবার ম্যাচের পর আবরারের উচ্ছ্বাস প্রকাশের ধরনকে নকল করেন ভারতের তিন ক্রিকেটার। ম্যাচের পর মাঠেই উদযাপনে মেতে ওঠেন ভারতের ক্রিকেটারেরা। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ উদযাপন করতে থাকেন। তখনই দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জিতেশ শর্মা, আর্শদীপ সিং এবং হারশিত রানা।...