চার দিন রাজশাহীসহ ৩ জেলায় দূরপাল্লার বাস বন্ধ, সোমবার বৈঠক অবরোধের কারণে গত শনিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ চলাকালে গতকাল রবিবার দুপুর ১টার দিকে গুইমারার একটি বাজারে আগুন দেওয়া হয়। আগুনে বাজারের কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে...