রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম তানভীর (৯)। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় একই পরিবারের দুই জনের মৃত্যু হলো। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানভীরের বাবা মো. তুহিন হোসাইন (৩৮)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা....