লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেনে উঠতে শুরু করেন যাত্রীরা পাবনার ভাঙ্গুড়ায় লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক।আরো পড়ুন:ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজআন্তঃনগর ট্রেন চালুর দাবিতে কুলাউড়ায় অবস্থান ধর্মঘট আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে কুলাউড়ায় অবস্থান ধর্মঘট তিনি জানান, বগি উদ্ধারের পর সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষামান বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রীরা জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে রওনা দেয় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। ভোর...