খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো আজও জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ, অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।১৪৪ ধারার মধ্যেই খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ। ১৪৪ ধারা ভঙ্গ করে গতকাল গুইমারায় অবরোধকারীরা সংঘবদ্ধ হলে পাহাড়ি-বাঙালি উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে দুর্বৃত্তদের গুলিতে ৩ জন নিহত হন। এ ঘটনায় ১৩ সেনা সদস্য, ৩ পুলিশ সদস্যসহ ২৮ জন আহত হন। এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য দোকানপাট-ঘরবাড়ি।বর্তমানে খাগড়াছড়ি জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এর মধ্যে জেলাজুড়ে নিরাপত্তা বাহিনী, বিজিবি, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।খাগড়াছড়ির...