ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা। কিন্তু দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালের রাত যেন উল্টো প্রমাণ হয়ে দাঁড়াল। মাঠে ভারত জিতল, পাকিস্তান হারল; কিন্তু শেষ বাঁশি বাজতেই খেলার আঙিনায় নেমে এলো রাজনীতির বিষাক্ত ছায়া। ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো বিজয়ী দল হাতে পেল না শিরোপা। কারণ, ভারতীয় ক্রিকেটাররা প্রকাশ্যে অস্বীকৃতি জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসীন নাকভির কাছ থেকে ট্রফি নিতে। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা নিশ্চিত করেছিল ভারত। স্টেডিয়ামের দর্শকরা অপেক্ষায় ছিলেন চূড়ান্ত মুহূর্তটির জন্য- অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে উঠবে ঝলমলে ট্রফি। কিন্তু মঞ্চে অপেক্ষমাণ নাকভির দিকে ফিরেও তাকালেন না ভারতীয় ক্রিকেটাররা। বিকল্প হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটস ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জরউনি, যিনি অনায়াসে দায়িত্ব নিতে পারতেন। কিন্তু নাকভি একগুঁয়েভাবে ট্রফি নিজেই দিতে চাইলেন।আরো পড়ুন:নাকভি...