পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||রাইজিংবিডি.কম জাকারিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার বাবা জাহাঙ্গীর আলম পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. জাকারিয়া (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসা পায়নি জাকারিয়া। এমনকি তার মরদেহ বহনের জন্য হাসপাতাল থেকে ট্রলি পর্যন্ত দেওয়া হয়নি।আরো পড়ুন:ডেঙ্গুর ধরন বদলাচ্ছে, বাড়ছে জটিলতা ও মৃত্যুকোটি টাকার ট্রমা সেন্টারে নেই সেবা মরদেহ বহনের জন্য ট্রলি না দেওয়ার ঘটনায় নার্স মোসা. মাহমুদা ও মোসা. রুজিনাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্ববধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা। মারা যাওয়া জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর...