যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির গবেষকরা ঘোষণা করেছেন যে তারা দেশে প্রথম ধানের ফসল সফলভাবে কেটেছেন। নতুন তৈরি করা ছোট ধানের ক্ষেতগুলোতে নয় জাতের ধান উৎপন্ন হয়েছে। এর মধ্যে ব্রাজিল, কলম্বিয়া এবং ফিলিপাইন থেকে আসা জাতও রয়েছে। ১৮৮৪ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে দেশের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম এই ফলনে সাহায্য করেছে। এই গবেষণার নেতৃত্বদানকারী পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ নাদিন মিটসচুনাস স্বীকার করেছেন যে যখনই তিনি লোকেদের বলেন যে তিনি যুক্তরাজ্যে ধান চাষ করছেন, তাদের প্রতিক্রিয়া সাধারণত অবিশ্বাসসূচক হয়। তিনি বলেন, ‘এর আগে কেউ এটি চেষ্টা করেনি। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে, আমরা এমন শস্য পাচ্ছি যা ১০ বছর আগেও সম্ভব বলে মনে করিনি। আগামী ১০ বছরের মধ্যে ধান আমাদের জন্য একটি পুরোপুরি উপযুক্ত ফসল হতে পারে।’ পরীক্ষামূলক চাষে ধানের চারাগুলো বড়ো...