চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার (২৮ সেপ্টেম্বর) জিলিন প্রদেশের চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এ রায় ঘোষণা করে। তবে রায় কার্যকরের আগে তাকে দুই বছরের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনে সাধারণত এই ধরনের স্থগিত মৃত্যুদণ্ড দুই বছর পর যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। ভালো আচরণের প্রেক্ষিতে শাস্তি আরও হ্রাস পেতে পারে। চায়না ডেইলির খবরে বলা হয়েছে, তাং রেনজিয়ানকে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে এবং তার সব ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। তার অবৈধ সম্পদ ও আর্থিক সুবিধা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রায়ে বলা হয়, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত গানসু প্রদেশের গভর্নর এবং কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব...