২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম সাতক্ষীরায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। অজ্ঞাত পরিচয় এক মহিলার বয়স আনুমানিক ৬৫ বছর। রোববার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে শহরের অদূরে তালতলা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। স্থাণীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় এক মহিলা রাতে তালতলা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয় ফেলে দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি মারা যান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাঃ মমতাজ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আড়াইহাজারে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ইউপি সদস্য সোহেল নিহত জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব মামুনুর...