ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার এই বক্তব্য জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের প্রেক্ষাপটে এসেছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে বক্তৃতা দেন নেতানিয়াহু। তবে তিনি বক্তৃতা দেওয়ার সময় অধিকাংশ দেশের প্রতিনিধিবৃন্দ কক্ষ ত্যাগ করেন। এ অবস্থায় প্রায় খালি সম্মেলন কক্ষে তিনি ভাষণ দেন। এক্সে খালি কক্ষের ছবি দিয়ে পোস্ট করেন খামেনি। তিনি লিখেন, ‘আজ এই জায়নবাদী শয়তান গোষ্ঠী বিশ্বের সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তিতে পরিণত হয়েছে।’ জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল কখনোই স্বাধীন...