গতকাল (রবিবার) জেলার গুইমারায় সহিংসতা চলাকালে দুর্বৃত্তদের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ বেশ কয়েকজন পাহাড়ি ও বাঙালি আহত হয়েছেন। থমথমে পরিস্থিতির মধ্যে নিহতদের মরদেহ শেষ বিকেলে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। আজ (সোমবার) মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হতে পারে। ২৩ সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হলেও আরও দু’জন পলাতক রয়েছে। এই ঘটনার প্রতিবাদে পাহাড়ি সংগঠনগুলোর ব্যানারে কয়েকদিন ধরে খাগড়াছড়িতে উত্তেজনা চলছে। হামলা ও পাল্টা হামলার ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে। অবস্থা নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তা সত্ত্বেও জুম্মু ছাত্র...