ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির কমিটিতে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা ও অন্য একটিতে এক মহিলা লীগ নেত্রীর নাম রয়েছে। এর মধ্যে একটিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এক নম্বর সদস্য রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার আওতাধীন ছয়টি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে স্থানীয় বিএনপি। দরবারপুর ইউনিয়নে ফজলুল হক চৌধুরীকে সভাপতি ও মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটির ৪৬ নম্বর সদস্যপদে রয়েছে একই ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যানির্বাহী সদস্য মো. হামিদুল্লাহ। তিনি একই ইউনিয়নের চকবস্তা গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ও ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে জুলাই আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি। এছাড়া...