এশিয়া কাপের এবারের আসরে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে বেশি বিতর্ক ছিল অন্যসব বিষয় নিয়ে। গতকাল ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হলেও বিতর্ক থামেনি এখনও।কারণ দলটি এসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। বিষয়টি নিয়ে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা মুখ খুলেন। তিনি জানান, ক্রিকেটে খেলোয়াড়সুলভ আচরণ ও সম্মানবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের কাছে হারের পর সংবাদমাধ্যমে সালমান বলেন, ‘এই টুর্নামেন্টে যা ঘটেছে, তা অত্যন্ত হতাশাজনক। অনেকে মনে করছেন, হাত না মেলানো মানে আমাদের অসম্মান করা। কিন্তু আসলে তারা ক্রিকেটকেই অসম্মান করছে। আর যারা ক্রিকেটকে অসম্মান করে, সেটার প্রতিফলন তাদের কাছেই ফিরে আসে। ’ ভারতের আচরণকে কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, ‘আজ যা ঘটেছে, ভালো দল কখনও এমনটা করে না। ভালো দল সেই কাজই করে যা আমরা করেছি। আমরা একা গিয়েও...