ঢাকা: ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে টেলিভিশন বিতর্কে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেয়ায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। রোববার (২৮ সেপ্টেম্বর) কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জরুরি পদক্ষেপ নেয়ার পাশাপাশি রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়ে চিঠি দিয়েছে।কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, ‘রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে।’ ভেনুগোপাল আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা সরাসরি টেলিভিশনে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন।’চিঠিতে কংগ্রেস এই হুমকিকে “ঠান্ডা মাথায় পরিকল্পিত ও ভীতিকর” হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানায়। দলটি উল্লেখ করেছে, এটি কোনো অসাবধানতাবশত বা আবেগপ্রবণ মন্তব্য নয়, বরং সুসংগঠিত হত্যার হুমকি।অতীতেও রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে, যেগুলোর অনেকগুলোর সঙ্গে বিজেপির...