শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। রোববার ষষ্ঠীতে আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকেই মূল পূজা শুরু। মূলত, এই তিথি থেকেই শুরু হয় দেবীর অন্নভোগ। জাগ্রত হবে দেবী দুর্গা। হিন্দু ধর্মানুসারীদের মতে, দেবী দুর্গা দশহাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে। সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যেই দূর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলবে মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ আরতির মাধ্যমে চলবে দেবীর বন্দনা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে, ধরনী হবে শস্যশ্যামলা। আর গমন হবে দোলায়। যে কারণে মড়কের আশঙ্কা...