এশিয়া কাপ জিতে রেকর্ড গড়েছে ভারত। আর সেই সাফল্যের অন্যতম প্রধান নায়ক ওপেনার অভিষেক শর্মা। পুরো আসরে তার আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষকে দিশেহারা করে দিয়েছে। তিন ম্যাচে টানা হাফ সেঞ্চুরি, মোট ৩১৪ রান এবং প্রায় ২০০ স্ট্রাইক রেটে রান করা—সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে ছিলেন ভারতীয়দের ভরসার নাম। যদিও ফাইনালে ব্যর্থ হন, তবুও তাকে টুর্নামেন্ট সেরা ঘোষণা করা হয়েছে। পুরস্কার হিসেবে পেয়েছেন দামি গাড়ি Haval H9, যা চীনের Great Wall Motor কোম্পানির তৈরি ফোর-হুইল ড্রাইভ ফ্ল্যাগশিপ এসইভি। পুরস্কার জিতে অভিষেক শর্মা বলেন, “গাড়ি পুরস্কার হিসেবে পাওয়া সবসময়ই আনন্দের। তবে বিশ্বকাপ জয়ী দলের ওপেনার হিসেবে জায়গা করে নেওয়া মোটেও সহজ নয়। এর জন্য আমি পরিকল্পনা করে কঠোর পরিশ্রম করেছি। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছি। এ ধরনের খেলার জন্য অধিনায়ক ও...