জুলাই গণহত্যার মামলায় আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলার ৫৪তম ও সর্বশেষ সাক্ষী। এর আগে গতকাল রবিবার জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। ভিডিওটি সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তার জবানবন্দিও সরাসরি সম্প্রচার করা হয়। আলোচিত এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তা প্রমাণ হিসেবে আজও কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবেন বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষের দাবি, কোনো ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে...