আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া নামে ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে ও অলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সদর উপজেলার দূর্গম চরাঞ্চল আলোকবালি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল কাইয়ুমের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলমের দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের...