সালমান আলি আগার দাবি, টুর্নামেন্টের শুরুতে তার সঙ্গে হাত মিলিয়েছেন সুরিয়াকুমার ইয়াদাভ। কিন্তু টিভি ক্যামেরার সামনে ভারতীয় অধিনায়কের দেখা গেছে ভিন্ন চেহারা। পাকিস্তানের অধিনায়কের মতে, হাত না মেলানোর ঘটনায় ক্রিকেট খেলাটাকেই অশ্রদ্ধা করেছেন ভারতীয়রা। গ্রুপ পর্ব ও সুপার ফোর পর্বের ম্যাচের মতো ফাইনালেও অনুমিতভাবে টসের সময় সালমানের সঙ্গে হাত মেলাননি সুরিয়াকুমার, ম্যাচের পর হাত মেলাতে দেখা যায়নি দুই দলের ক্রিকেটারদের। এরপর লম্বা নাটক হয়ে যায় পুরস্কার বিতরণীয় আয়োজনে। দীর্ঘ সময় অপেক্ষার পর এই অনুষ্ঠান শুরু হয়। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় পাকিস্তান দল। তারা চেয়েছিলেন অন্য কারও কাছ থেকে পুরস্কার নিতে। কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলকে ট্রফি আর মেডেল দেওয়া হয়নি। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ভারতীয়...