এশিয়া কাপ ২০২৫ ছিল উত্তেজনা ও নাটকীয়তায় পূর্ণ এক টুর্নামেন্ট। খেলার মাঠে যেমন দেখা গেছে রোমাঞ্চকর লড়াই, তেমনি মাঠের বাইরে তৈরি হয়েছে নানা বিতর্ক। এ নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ। ভারত–পাকিস্তান ম্যাচেই ছিল সবচেয়ে বেশি উত্তেজনা ও শৃঙ্খলাভঙ্গের ঘটনা। আইসিসি ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ এবং পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি-এর ৩০ শতাংশ জরিমানা করে। এ ছাড়া পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহানকে সতর্কবার্তা দেওয়া হয়। সুরিয়ার এক মন্তব্যকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দাবি করে অভিযোগ তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে রউফ ম্যাচে ‘প্লেন ক্র্যাশ’ ভঙ্গি করায় শাস্তি পান। ফারহানও ব্যাট দিয়ে বন্দুক চালানোর ভঙ্গি করে বিতর্কে জড়িয়ে পড়েন।আরও পড়ুনআরও পড়ুনআসিফ-সাকিবের পালটাপালটি পোস্ট, ফেসবুকে তোলপাড় গ্রুপ পর্ব ও সুপার ফোরে ভারত–পাকিস্তান ম্যাচ শেষে সুরিয়া পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার...