চলতি বছরের ৫ জানুয়ারি অনন্তলোকে পাড়ি দিয়েছেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি। গুণী এই অভিনেতাকে যেন নতুন প্রজন্ম জানতে পারে, সেজন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। দর্শকদের কাছে ‘রঙিন নবাব’খ্যাত প্রবীর মিত্রের জন্ম, বেড়ে ওঠা থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বিষয় উল্লেখ রয়েছে ‘অ্যাক্টর প্রবীর মিত্র (http://actorprobirmitra.com/)’ নামের সেই ওয়েবসাইটে। রয়েছে অদেখা অনেক ছবি। সম্প্রতি এফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনও আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ।...