তাৎক্ষণিক অর্থপরিশোধ নিস্পত্তি করতে বাংলাদেশ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (বিডি-আরটিজিএস) ব্যবস্থার নতুন সূচি ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচিতে এ ব্যবস্থায় সাধারণ গ্রাহক পর্যায়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থানীয় মুদ্রায় এবং বিকেল ৪টা পর্যন্ত বৈদেশিক মুদ্রায় অর্থ স্থানান্তর করা যাবে। অন্যদিকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের (আন্তঃব্যাংক) তহবিল স্থানান্তর করা যাবে স্থানীয় মুদ্রায় সকাল ১০টা থেকে বিকেলে ৫টা ১৫ মিনিট পর্যন্ত ও বৈদেশিক মুদ্রায় বেলা সাড়ে ৪টা পর্যন্ত। আগামী ৫ অক্টোবর থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া নতুন এই সূচিতে আরটিজিএস ব্যবস্থায় লেনদেন করা যাবে। নতুন এই সূচি ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক রোববার বলেছে, ‘ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা মেটাতে এবং ইলেকট্রনিক মাধ্যমের সর্বোচ্চ ব্যবহার করতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরিটিজিএসের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে...