এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে ভারত। এই রোমাঞ্চকর জয়ের পর উৎসবের আমেজ তৈরি হওয়ার কথা থাকলেও ম্যাচ-পরবর্তী সময়ে তৈরি হয় তীব্র বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) সভাপতি ও পিসিবি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। এরই মধ্যে নতুন বিতর্কের তৈরি হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটকে ঘিরে।ভারতের দুর্দান্ত জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দলকে অভিনন্দন জানান। শুভেচ্ছা জানাতে গিয়ে টেনে আনেন ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ। এক্সে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারত বিজয়ী। আমাদের ক্রিকেটারদের শুভেচ্ছা।’ভারতের প্রধানমন্ত্রীর এই টুইটের পর চুপ থাকেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। পাল্টা জবাবে তিনি লেখেন, ‘যদি যুদ্ধ হয় তোমাদের গর্বের মানদণ্ড, তবে ইতিহাসে পাকিস্তানের হাতে তোমাদের লজ্জাজনক পরাজয়ই...