স্পোর্টস ডেস্ক: মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মার দুর্দান্ত ইনিংসে এশিয়া কাপের ১৭তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার (২৮ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে ভারত ৫ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে। এই নিয়ে রেকর্ড নবমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২ বল বাকী থাকতে টানা দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে ভারত। তিলক ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ভারত। দুবাইয়ে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। ব্যাট হাতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারহান ও ফখর জামান। পাওয়ার প্লেতে ৪৫ রান তুলেন তারা। পরের ওভারের দলের রান ৫০...