৪৭তম বিসিএসেরপ্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ প্রার্থী। গত আটটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলাম, সাধারণ বিসিএসের মধ্যে সবচেয়ে কম এবার উত্তীর্ণ হয়েছেন। এর কারণ জানার চেষ্টা করছি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। তবে উচ্চপর্যায়ের কয়েকজন বলেছেন, এক বছরে একটি বিসিএস শেষ করার চাপ নিয়ে কাজ করছে পিএসসি। বিগত সরকারের পতনের পরে পিএসসি নতুন করে গঠিত হলে এ দাবি আরও জোরালো হয়ে ওঠে। কিন্তু গত এক বছরে নতুন গঠিত পিএসসি এক বছরে বিসিএস শেষ করার কোনো চমক দেখাতে পারেনি; বরং নানা জটিলতা আর আন্দোলনে আরও পিছিয়ে পড়েছে। নতুন করে পিএসসি গঠিত হওয়ার পরপরই ৪৬তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল আবার নতুন করে প্রকাশ করে। এতে আগের ১০ হাজার...