জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। রোববার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এর অধীনে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)-এর উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।সভায় বক্তারা দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে তুলে ধরতে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান এবং একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে ‘পোস্টাল ব্যালট’-এর বদলে অনলাইন বা আগাম ভোটের মতো আরও কার্যকর পদ্ধতি চালুর দাবি উত্থাপন করেন।সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে জাতিসংঘে যোগদানকারী বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের রাজনৈতিক দলের সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থনীতিবিদ, ব্যাংকার, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।প্রবাসীদের দাবি ও...