বলিউড অভিনেতা সাইফ আলী খান। পতৌদি প্যালেসের মালিকের হলেও ক্যারিয়ারের শুরুর দিকে তাকেও সংগ্রাম করতে হয়েছে। এস্কয়ার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলতে গিয়ে অদ্ভুত একটি ঘটনাও শেয়ার করেছেন এই অভিনেতা। চলচ্চিত্রে তার প্রথম দিকের দিনগুলো সম্পর্কে বলতে গিয়ে সাইফ আলি খান জানান, এই যাত্রা মোটেও মসৃণ ছিল না। যদিও তিনি বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে। তারপরও বাস্তবে তিনি ছিলেন দ্বিতীয় সারির চরিত্র রূপায়নকারী অভিনেতা।আরো পড়ুন:প্রেমিকাকে ছেড়ে দাও, নয়তো সিনেমা, সাইফকে বলেছিলেন পরিচালকপ্রাক্তন স্বামীর শেষকৃত্যে কারিশমা প্রেমিকাকে ছেড়ে দাও, নয়তো সিনেমা, সাইফকে বলেছিলেন পরিচালক নব্বই দশকের সময়টাকে তার ‘নেট প্র্যাকটিস’ বলেও উল্লেখ করেন সাইফ। ‘সালাম নমস্তে’ অভিনেতা সাইফ আলী খান অদ্ভুত একটি অভিজ্ঞতাও শেয়ার করেন। টাকার বিনিময়ে এক নারী প্রযোজককে চুমু খেতেন। তার...