এদিকে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা বহাল থাকায় জনজীবন স্থবির হয়ে আছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে। একই পরিস্থিতি গুইমারাতেও বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও বিজিবির পাহারায় দূরপাল্লার পরিবহনগুলো নির্দিষ্ট সময় পরপর আসা-যাওয়া করছে। নিরাপত্তা বাহিনীর পাহারা ছাড়া কোনো যানবাহন ছাড়তে দেয়া হচ্ছে না। গত দুই দিনে সাজেকে আটকে থাকা প্রায় ৫০০ পর্যটক সোমবার সকালে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন।উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু হয়, যার জেরে চলমান উত্তেজনা তৈরি হয়।এদিকে সোমবার...