খাগড়াছড়িতে চলমান অস্থিরতা ও সহিংসতার মধ্যে ফেসবুকে আহত এক সেনা সদস্যের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এই সেনাসদস্যকে ‘উপজাতিরা’ ধরে নিয়ে গিয়ে প্রায় দুই ঘন্টা টর্চার করে ছেড়ে দেয়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। এই সেনাসদস্যের আহত হওয়ার ঘটনাটি গত ২২ জুলাইয়ের, ঢাকার সচিবালয় এলাকায়। দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে এটি পাওয়া যায়। গত ২২ জুলাই ভিডিওটি (আর্কাইভ) আপলোড করা হয়। এর সঙ্গে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ক্যাপশন থেকে জানা যায়, এই সেনাসদস্য শিক্ষার্থীদের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত জুলাইয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং এর পরিপ্রেক্ষিতে গভীর রাত ৩টার দিকে ওইদিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়...