পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আঃ মালেক আকন তাঁর বৈধভাবে ক্রয়কৃত জমি জবরদখল, ওয়াকফকৃত মসজিদের জায়গায় ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি পরিবারের নিরাপত্তা ও আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। মোঃ আঃ মালেক আকন জানান, মৌজা দেওপাশা, জে এল নং–৩, এস এ খতিয়ান নং–১৩৬, দাগ নং–৭৭ এ তাঁর ১.৭৭ একর জমি রয়েছে। এর মধ্যে ৬ শতাংশ জমি ২০১৬ সালে বাইতুল মামুর জামে মসজিদের নামে ওয়াকফ করেন। অবশিষ্ট জমিতে তাঁর মাছের ঘের ও গাছপালা রয়েছে। কিন্তু স্থানীয় রিপন শিকদার দীর্ঘদিন ধরে এ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নং–৫৩/২০২৩ দায়ের করেন। তদন্ত ও রায়ে আদালত তাঁর পক্ষে রায় দেন। পরবর্তীতে দায়রা জজ আদালতেও...