পর্দা নেমেছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসরের। প্রথমবারের মতো হয়েছে ভারত-পাকিস্তান ফাইনাল। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে উত্তাপ-নাটকীয়তা ও রোমাঞ্চে ভরপুর আসরের শিরোপা উঠেছে ভারতের হাতে। তবে, এই প্রথম ট্রফি ছাড়া উদযাপন করতে দেখা গেছে কোনো ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের। এ নিয়ে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা বলছেন, ‘ভারত ক্রিকেটকে অসম্মান করছে।’ রোববারের ম্যাচ শেষে ৯০ মিনিটের নাটক মঞ্চস্থ হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলেও শিরোপাজয়ী দল ভারতকে ট্রফি না দিয়েই মঞ্চ থেকে নেমে যান সব অতিথিরা। আগে থেকেই নাকি ভারত অস্বীকৃতি জানিয়েছিল পিসিবি চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিতে। যদিও পাকিস্তান ক্রিকেটারদের রানারআপের পদক তুলে দিয়েছেন মঞ্চে থাকা অতিথি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফাইনাল শেষে সংবাদমাধ্যমে সালমান আঘা বলেছেন, ‘ভারত আসর জুড়ে যা করেছে তা হতাশাজনক।...