অনুনয়-বিনয়ের পর মামলা হয়েছে। ঘটনা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত পৌঁছেছে। চীনের একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন হে নামের এক তরুণ। ওই কোম্পানির মালিক ঝু। কদিনের মাঝেই দুজনের বেশ খাতির জমল। প্রেম হলো। বিয়ের কথাও উঠল। ওই বিয়ে নিয়েই যত কাণ্ড! হে ও ঝু দুজনেই ছিলেন বিবাহিত। তবে অফিসের বস ঝু এতটা আকৃষ্ট হয়ে পড়লেন যে হে’কে অনুরোধ করে বসলেন, তার স্ত্রীকে তালাক দিতে। হে ওই ঘরের স্ত্রী ও সন্তানদের জন্য ক্ষতিপূরণ চান। ঝু ওই সময় তিন মিলিয়ন ইউয়ান (প্রায় ৪,২০,০০০ মার্কিন ডলার) দিয়ে দেন। যা বাংলাদেশের টাকায় ৫ কোটিরও বেশি। ঘটনা এখানেই থেমে থাকেনি। হেকে বিয়ে করে এক বছর সংসার করার পর ঝু বুঝতে পারেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। হেয়ের সঙ্গে তার সম্পর্কও ভালো যাচ্ছিল না। আলাদা হয়ে যাওয়া ঝু এসময় আরেক...