২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির সময় পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের মধ্যে রয়েছেন সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি। আগেও চাঁদাবাজির মামলায় তার নাম জড়িত ছিল। ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে। বসিলার ওই হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার পর হাসপাতালের মালিকের কাছে চাঁদা দাবি করে একটি চক্র। মালিক সেনাবাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করেন। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)। হাসপাতালের মালিক শিল্পী আক্তার জানিয়েছেন, মৃত শিশুর পর তারা কয়েক দফা চাঁদা দাবি করে হুমকি দিয়েছিল। তিনি রাজি না হলে...