শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৭:১৯ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মুন্সীগঞ্জ: শ্রীনগর রেলওয়ে স্টেশনে প্রথমবারের মত যাত্রীবাহী ট্রেন যাত্রাবিরতি শুরু করেছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি শ্রীনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় বিশেষ মুহুর্তের সাক্ষী ধরে রাখতে রেলওয়ে স্টেশন ও ট্রেন সংশ্লিষ্টজনদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা।এ সময় উপস্থিত ছিলেন মজিদপুর দয়হাটা কফিল উদ্দিন চৌধুরী ইনস্টিটিউটের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর খান,সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, ব্যবসায়ী মো. রুবেল খানসহ শিক্ষক, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এদিন রাজশাহী থেকে ছেড়ে দুপুর ১:১৮ মিনিটে শ্রীনগর স্টেশনে আসার...