নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি (সহ-সভাপতি) আবু সাদিক কায়েম সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রাসূল (সা.)-এর সীরাত, ইসলাম, ন্যায়বিচার, এবং বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে এক আবেগপূর্ণ ও হৃদয়গ্রাহী বক্তব্য দেন। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিপি সাদিক বলেন, এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্ল মার্কস, লেনিন, এমনকি স্যামুয়েল পি হান্টিংটনের থিসিস নিয়ে আলোচনা হতো, কিন্তু আল্লাহ ও রাসূল (সা.)-এর জীবনচর্চা (সীরাত) নিয়ে ছিল অলিখিত নিষেধাজ্ঞা। তিনি অভিযোগ করেন, কুরআন চর্চা বা মিলাদুন্নবীর মতো ধর্মীয় আয়োজনে শিক্ষার্থীদের শোকজ করা হতো, যেটি ছিল ধর্মীয় অধিকার হরণের শামিল। তিনি বলেন,"আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজ স্বাধীনতা পেয়েছি। এখন আমরা ইসলামের কথা বলতেও ভয় পাই না।" তিনি ইঙ্গিত করেন যে, দীর্ঘ ১৬ বছরের দমননীতির অবসান ঘটেছে এবং এখন দেশের মুসলমানরা উন্মুক্তভাবে তাদের...