এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে চায়নি তারা। এদিকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি না দিয়েই সব অতিথিরা মঞ্চ থেকে নেমে যান। কিন্তু এতে তাদের উদযাপন থেমে থাকেনি, কল্পিত ট্রফি নিয়েই তারা উদযাপন করেছেন। সংবাদ সম্মেলনে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান এমন কিছু তিনি কখনো দেখেননি। তার ট্রফি ড্রেসিংরুমেই রাখা আছে, ক্রিকেটার আর সাপোর্টিং স্টাফরাই তার ট্রফি। দুবাইতে ফাইনালের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার। তিনি বলেন, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলছি বা ক্রিকেট অনুসরণ করছি, তখন থেকে এমন কিছু কখনও দেখিনি যে একটা চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হচ্ছে না, তাও এমন একটা ট্রফি যা কঠিন পরিশ্রম করে জেতা হয়েছে।...