পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা আবারও ভারতীয় দল ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। দুবাইয়ে ফাইনালে ভারতের কাছে ৫ উইকেটে হারের পর আগা জানান, সূর্যকুমার প্রকাশ্যে হাত মেলাতে অস্বীকৃতি জানালেও ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “টুর্নামেন্ট শুরুর সময় ব্যক্তিগতভাবে আমার সঙ্গে হাত মিলিয়েছিল সূর্যকুমার। প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলন ও রেফারির বৈঠকেও। কিন্তু ক্যামেরার সামনে তারা হাত মেলায়নি। ও নিশ্চয়ই নির্দেশ মেনে চলছে, তবে সিদ্ধান্তটা যদি তার হাতে থাকত, সে হাত মেলাত।” ভারতীয় দলের আচরণকে ক্রিকেটের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও আখ্যা দেন আগা। “ভারত যা করেছে, তা হতাশাজনক। তারা আমাদের নয়, ক্রিকেটকেই অসম্মান করেছে। ভালো দলগুলো এমনটা করে না। আমরা দায়িত্ব পালনের জন্য ট্রফির সঙ্গে পোজ দিয়েছি, মেডেল নিয়েছি। জীবনে প্রথমবার এমন ঘটনা দেখলাম। এটা ক্রিকেটের জন্য খুব খারাপ...