এদিকে জুম্ম ছাত্র-জনতার অবরোধে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শনিবার শুরু হওয়া অবরোধ তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেইট, স্বনির্ভর, জিরো মাইলে পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। ১৪৪ ধারার মধ্যে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। এদিকে শুক্রবার খাগড়াছড়িতে বেড়াতে এসে আটকা পড়েন অনেক পর্যটক। গাড়ি চলাচল করতে না পারায় তারা সাজেক যেতে পারেননি। একই সঙ্গে খাগড়াছড়ি থেকে ঢাকায় যেতে পারছেন না তারা। সোমবার সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে কথা হয় নারায়ণগঞ্জের থেকে বেড়াতে আসা পর্যটক মো. কামাল হোসেন বলেন, আমরা ২৩ জন শনিবার ভোরে খাগড়াছড়িতে পৌঁছাই। এরপর থেকে শহরের মধ্যে একরকম বন্দিই আছি। অবরোধের কারণে বাড়ি ফিরতে পারছি না। আমাদের মতো অনেকেই আছেন যারা এখানে আটকা পড়েছেন।আরও পড়ুনআরও পড়ুনপাবনায় ট্রেনের বগি...